আতর ব্যবহারে সাধারণ কিছু টিপস (সব ঋতুর জন্য)
1. ত্বকে ব্যবহার করুন: ত্বকে লাগালে সুগন্ধ শরীরের তাপের সাথে ধীরে ধীরে ছড়ায়। আতর সরাসরি ত্বকে ব্যবহার করলে তা ভালোভাবে মিশে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। পোশাকের উপর সরাসরি আতর লাগানোর পরিবর্তে ত্বকে ব্যবহার করুন, এতে কাপড়ে দাগ লাগার বা নষ্ট হওয়ার ঝুঁকি কমে।
2. পালস পয়েন্টে লাগান: কবজি, কানের পেছনে, ঘাড় বা কলারবোনের মতো শরীরের উষ্ণ বা স্পন্দনশীল স্থানে আতর লাগান, এতে সুগন্ধ বেশি ছড়াবে ও দীর্ঘস্থায়ী হবে।
3. অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন: অল্প পরিমাণে আতর ব্যবহার করুন, যেমন ২-৩ ফোঁটা
4. সংরক্ষণ: আতর সবসময় ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখুন। সূর্যের আলোতে রাখলে গুণগত মান নষ্ট হতে পারে।
5. ব্যক্তিগত পছন্দ: প্রত্যেকের শরীরের রাসায়নিকতা আলাদা, তাই একই আতর দুই জনের গায়ে ভিন্নভাবে ছড়ায়। নিজের উপযুক্ত আতর খুঁজে নিন।





Men’s Wear
Panjabi
Jubba
Tasbih



